
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ রহমানকে গলা কেটে হত্যার প্রতিবাদে নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে কলেজের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রদলের নেতা-কর্মীদের পাশাপাশি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক পায়েলুজ্জামান রক্সি, সদস্য সচিব রাইসুল ইসলাম রানাসহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন—
“বিচার চাই, জুবায়েদ হত্যার বিচার চাই”
“খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই”
“জুবায়েদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”
“ছাত্রদলের রক্ত বৃথা যেতে দেব না”
“জগন্নাথে লাশ পড়ে, ইন্টেরিম কী করে?”
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “জুবায়েদ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় সারাদেশে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
বক্তারা আরও বলেন, “একজন মেধাবী শিক্ষার্থী ও ছাত্রনেতাকে নৃশংসভাবে হত্যা করা কোনোভাবেই সহ্য করা হবে না। এ হত্যাকাণ্ড ছাত্র সমাজকে গভীরভাবে ক্ষুব্ধ ও শোকাহত করেছে।”
সেলিম রেজা : নীলফামারী প্রতিনিধি 






















