ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
সিরাজগঞ্জ-৪ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন ২৭ বছর বয়সী দ্যুতি অরণ্য প্রীতি চৌধুরী ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা রক্ষায়: জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ মালদ্বীপে দুই বছরে ৯ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে হাফ ভাড়া নিয়ে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ : অর্ধশতাধিক বাস ভাঙচুর আল্লাহর ওপর আস্থা পুনর্বহাল করবে বিএনপি : খতমে নবুওয়ত মহাসম্মেলনে সালাহউদ্দিনের প্রতিশ্রুতি রায়গঞ্জে সরকারি সার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ যুবলীগ নেতার নিখোঁজ সন্তানের মরদেহ নদীতে উদ্ধার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, সড়ক অবরোধ করে বাসে আগুন দিল জনতা
যাঁরা শুধু নদী ভালোবাসেন, ভালোবাসেন  সবুজ, নির্মল বাতাস, নির্জন অরণ্য

ঘুরে আসুন নির্মল বাতাস আর অরন্য পদ্মা নদীর তীর গোদাগাড়ী।

ফাইল ছবি।

হে পদ্মা  প্রলয়ংকারী, হে ভীসনা, ভৈরাবী সুন্দরী
হে প্রগলভা,হে প্রবলা, সমুদ্রের যোগ্য সহচরী।
তুমি শুধু  নীবিড় আগ্রহ  আর পার গো সহীতে একা, তুমি সাগরের প্রিয়তমা, অয়ী দুবীনিতে।

এই ঈদে আপনি দুরে  কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন। যাওয়ার আগে দেখে নিন উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বরেন্দ্রভূমি এলাকা রাজশাহী গোদাগাড়ী পদ্মা নদীর তীর।  অসাধারণ মনোরম জায়গা আপনি যেতে পারেন ঈদের ছুটিতে।

যদি ভালোবাসেন অরণ্য, সবুজ আর কাঁদা মাখা জলধারায় মোড়া , তাহলে নির্দ্বিধায় বেছে নিতে পারেন গোদাগাড়ী পদ্মার চর।
এখানে একই সঙ্গে আপনি উপভোগ করতে পারবেন নদীর রিম ঝিম ,কোমল বাতাস,আর জেলেদের মাছ ধরা, এই জনপদের বাসিন্দাদের পদ্মা নদীতে যাতায়াতের একমাত্র বাহন নৌকা।  দিনের বিভিন্ন সময়ে পাখিদের আনাগোনা ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য  ।

নির্জন জায়গার মুখোমুখি হতে চান তাহলে চলে আসুন।
যাঁরা শুধু নদী ভালোবাসেন, ভালোবাসেন  সবুজ, নির্মল বাতাস, নির্জন অরণ্য,  পাখির গান, জন্মভুমি স্বদেশ প্রকৃতির ঘ্রাণ, নদীর বুকে  বছর ধরে জেলেদের জালে ধরা পড়া বিভিন্ন মাছের সমাহার, বৃষ্টির দিনে নদীতে শিশিরের টুপটাপ শব্দ,  জুম ঘরে অনবরত ঝরে পড়া বৃষ্টির রিমঝিম ছন্দ, নানা রঙের মেঘেদের অবহেলায় উড়ে বেড়ানো, দিয়ারা চরের উপর চরের সিঁড়ি, বৃষ্টির গান, রোদের ঝিলিক, তাদের জন্য পছন্দের জায়গা। নদীর পাড়ে বসে প্রকৃতির রংধনুর অপরূপ সৌন্দর্য্য ভরা এখানে যতভাবে উপভোগ করা যায় আর কোথাও বসে আপনি সেটা পারবেন না।
কীভাবে যাবেন: রাজশাহী জেলা সদর থেকে ৩০কিলোমিটার পশ্চিমে গোদাগাড়ী মডেল থানার সামনে এই পদ্মা পাড় এলাকা।বাঙালির আজন্ম দুর্বলতা আছে বোধ হয় এই পদ্মা নদী ও বরেন্দ্রভূমি অঞ্চলের প্রতি।
এখনো পাবেন অতীতের অনেকের ছোট বেলার একটা স্বাদ। ইতিহাসের সঙ্গে যদি থাকে বাংলা সাহিত্যের প্রতি দুর্বলতা তাহলে রাজশাহী, গোদাগাড়ীর চিরসবুজের মায়া আপনাকে কিছুতেই ছাড়বে না। রবীন্দ্রনাথ, , জীবনানন্দের স্মৃতির সঙ্গে বা স্কুল জীবনে শিশু কালে কাগজে মোড়ানো বৃদ্ধা কাকার ঝালমুড়ি  নিজের স্মৃতি জড়িয়ে রাখাটা এখানে  না এলে পূরণ হবে না।

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জ-৪ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন ২৭ বছর বয়সী দ্যুতি অরণ্য প্রীতি চৌধুরী

যাঁরা শুধু নদী ভালোবাসেন, ভালোবাসেন  সবুজ, নির্মল বাতাস, নির্জন অরণ্য

ঘুরে আসুন নির্মল বাতাস আর অরন্য পদ্মা নদীর তীর গোদাগাড়ী।

আপডেট সময় ০৫:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২

হে পদ্মা  প্রলয়ংকারী, হে ভীসনা, ভৈরাবী সুন্দরী
হে প্রগলভা,হে প্রবলা, সমুদ্রের যোগ্য সহচরী।
তুমি শুধু  নীবিড় আগ্রহ  আর পার গো সহীতে একা, তুমি সাগরের প্রিয়তমা, অয়ী দুবীনিতে।

এই ঈদে আপনি দুরে  কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন। যাওয়ার আগে দেখে নিন উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বরেন্দ্রভূমি এলাকা রাজশাহী গোদাগাড়ী পদ্মা নদীর তীর।  অসাধারণ মনোরম জায়গা আপনি যেতে পারেন ঈদের ছুটিতে।

যদি ভালোবাসেন অরণ্য, সবুজ আর কাঁদা মাখা জলধারায় মোড়া , তাহলে নির্দ্বিধায় বেছে নিতে পারেন গোদাগাড়ী পদ্মার চর।
এখানে একই সঙ্গে আপনি উপভোগ করতে পারবেন নদীর রিম ঝিম ,কোমল বাতাস,আর জেলেদের মাছ ধরা, এই জনপদের বাসিন্দাদের পদ্মা নদীতে যাতায়াতের একমাত্র বাহন নৌকা।  দিনের বিভিন্ন সময়ে পাখিদের আনাগোনা ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য  ।

নির্জন জায়গার মুখোমুখি হতে চান তাহলে চলে আসুন।
যাঁরা শুধু নদী ভালোবাসেন, ভালোবাসেন  সবুজ, নির্মল বাতাস, নির্জন অরণ্য,  পাখির গান, জন্মভুমি স্বদেশ প্রকৃতির ঘ্রাণ, নদীর বুকে  বছর ধরে জেলেদের জালে ধরা পড়া বিভিন্ন মাছের সমাহার, বৃষ্টির দিনে নদীতে শিশিরের টুপটাপ শব্দ,  জুম ঘরে অনবরত ঝরে পড়া বৃষ্টির রিমঝিম ছন্দ, নানা রঙের মেঘেদের অবহেলায় উড়ে বেড়ানো, দিয়ারা চরের উপর চরের সিঁড়ি, বৃষ্টির গান, রোদের ঝিলিক, তাদের জন্য পছন্দের জায়গা। নদীর পাড়ে বসে প্রকৃতির রংধনুর অপরূপ সৌন্দর্য্য ভরা এখানে যতভাবে উপভোগ করা যায় আর কোথাও বসে আপনি সেটা পারবেন না।
কীভাবে যাবেন: রাজশাহী জেলা সদর থেকে ৩০কিলোমিটার পশ্চিমে গোদাগাড়ী মডেল থানার সামনে এই পদ্মা পাড় এলাকা।বাঙালির আজন্ম দুর্বলতা আছে বোধ হয় এই পদ্মা নদী ও বরেন্দ্রভূমি অঞ্চলের প্রতি।
এখনো পাবেন অতীতের অনেকের ছোট বেলার একটা স্বাদ। ইতিহাসের সঙ্গে যদি থাকে বাংলা সাহিত্যের প্রতি দুর্বলতা তাহলে রাজশাহী, গোদাগাড়ীর চিরসবুজের মায়া আপনাকে কিছুতেই ছাড়বে না। রবীন্দ্রনাথ, , জীবনানন্দের স্মৃতির সঙ্গে বা স্কুল জীবনে শিশু কালে কাগজে মোড়ানো বৃদ্ধা কাকার ঝালমুড়ি  নিজের স্মৃতি জড়িয়ে রাখাটা এখানে  না এলে পূরণ হবে না।