ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
ঈশ্বরদীতে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করলেন – হাবিবুর রহমান হাবিব গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে বোতল বোমা নিক্ষেপ ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকদের মানববন্ধন হাটহাজারীতে মডেল মসজিদের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন টেকনাফে অপহৃত কলেজছাত্র হাসান শরীফকে উদ্ধার করেছে র‌্যাব-১৫ দেবীগঞ্জে ৮ হাজার ৬০০ কেজি চায়ের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ চা কারখানার বিরুদ্ধে হাটহাজারীতে দুই দিনে তিন লাশ, মেলেনি পরিচয় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে এনসিপির মনোনয়ন কিনলেন তরুণ নেতা রাশেদুজ্জামান রাশেদ খুলনায় ইনভাইট পিস স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক উৎসব, পুরস্কার বিতরণী ও প্যারেন্টিং মিটিং অনুষ্ঠিত বিশ্বনাথে প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের উদ্বোধন

রুয়াপ নির্বাচনে ড. আবু বকর-রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা

​রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প (রুয়াপ) কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৫ উপলক্ষে রুয়াপ ওয়েলফেয়ার ফোরাম মনোনীত ড. মো: আবু বকর-রাসেল পরিষদ প্যানেলের পরিচিতি সভা গত ১৩ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

​কৃষিবিদ ড. মো: আবু বকর সিদ্দিকী সরকার সভাপতি, মো: মাহমুদুল হোসেন রাসেল সাধারণ সম্পাদক, মো: আলমগীর হোসেন সিনিঃ সহ সভাপতি সহ উক্ত প্যানেলে মোট ১৮ জন সদস্য পদপ্রার্থীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পরিচিতি সভায় তাদের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি গুলো উল্লেখ করেছেন। যেখানে তারা​২৪/৭ জরুরি প্রতিক্রিয়া দল গঠন ও ফায়ার ড্রিল আয়োজন।​ অভ্যন্তরীণ যাতায়াতের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, প্রয়োজনে মেট্রোরেল স্টেশন পর্যন্ত বর্ধিতকরণ।​ কল সেন্টার, ডে-কেয়ার সেন্টার ও বিশেষজ্ঞ ফ্রি স্বাস্থ্য সেবা কনসালটেশন প্রদানের উদ্যোগ।​ কবরস্থান, খেলার মাঠ উন্নয়ন এবং সুইমিং পুল, হেলথ ক্লাব ইত্যাদি থেকে কেন্দ্রীয় ফান্ড তৈরির উদ্যোগ।​ ৭৯টি ভবনের নিয়মিত বিল্ডিং সেফটি অডিট চালু করা।​ রুয়াপ প্রকল্পকে দ্রুত সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা।​ মেট্রোরেল স্টেশন ও পঞ্চবটি থেকে রুয়াপে যাতায়াতের জন্য ভাড়ায় প্যাডেল রিক্সা সার্ভিস চালু।​ প্রশিক্ষিত কর্মীসহ স্মার্ট নিরাপত্তা টহল ও সকল সাধারণ স্থানে সিসিটিভি কভারেজ।​ ডিজিটাল ভিজিটরস ম্যানেজমেন্ট সিস্টেম ও সেন্ট্রাল মনিটরিং রুম স্থাপন।​ ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ।​ স্মার্ট ট্রাফিক ফ্লো প্ল্যান বাস্তবায়ন ও অতিথি যানবাহনের জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা।​আবাসিক ক্যাম্পাসে স্পিড লিমিট নিয়ন্ত্রণ ও শিশু-বৃদ্ধদের নিরাপত্তা নিশ্চিতকরণ।​ স্বচ্ছতা, সৌহার্দ্য ও ন্যায্যতা বজায় রাখা এবং চাঁদাবাজির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ।​ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফ্ল্যাট মালিকদের মতামত বা ভোটের মাধ্যমে গ্রহণ।​ নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু, যেখানে অনলাইনে বিল পরিশোধ, সার্ভিস রিকোয়েস্ট, যোগাযোগ তালিকা এবং জরুরি তথ্য থাকবে।​ স্বাস্থ্য সুরক্ষার জন্য ক্লিনিক স্থাপন, অ্যাম্বুলেন্স সুবিধা ও মেডিক্যাল টেস্টে বিশেষ ছাড়ের উদ্যোগ।​ নারীদের জন্য লেডিস ক্লাব ও প্রবীণদের জন্য ক্লাব তৈরি। ​রাজউক মডেল স্কুল-কলেজ স্থাপনের উদ্যোগ এবং সন্তানদের বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং-এ বিশেষ ছাড়ের সুযোগ।​ ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ ও রক্ষণাবেক্ষণ কর্মীদের দায়িত্ব ডিজিটাল সিস্টেমে রেকর্ড রাখার উদ্যোগের কথা বলেছেন।

​পরিষদটির স্লোগান হিসেবে উল্লেখ করেছেন “স্বপ্নের রুয়াপ-ই হবে আমাদের বাড়ি আমাদের ঘর”।

​অনুষ্ঠানটি লোকে লোকারণ্য ছিল এবং সংক্ষিপ্ত আপ্যায়নের মাধ্যমে এর সমাপ্তি হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

ঈশ্বরদীতে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করলেন – হাবিবুর রহমান হাবিব

রুয়াপ নির্বাচনে ড. আবু বকর-রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা

আপডেট সময় ১১:১৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

​রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প (রুয়াপ) কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৫ উপলক্ষে রুয়াপ ওয়েলফেয়ার ফোরাম মনোনীত ড. মো: আবু বকর-রাসেল পরিষদ প্যানেলের পরিচিতি সভা গত ১৩ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

​কৃষিবিদ ড. মো: আবু বকর সিদ্দিকী সরকার সভাপতি, মো: মাহমুদুল হোসেন রাসেল সাধারণ সম্পাদক, মো: আলমগীর হোসেন সিনিঃ সহ সভাপতি সহ উক্ত প্যানেলে মোট ১৮ জন সদস্য পদপ্রার্থীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পরিচিতি সভায় তাদের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি গুলো উল্লেখ করেছেন। যেখানে তারা​২৪/৭ জরুরি প্রতিক্রিয়া দল গঠন ও ফায়ার ড্রিল আয়োজন।​ অভ্যন্তরীণ যাতায়াতের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, প্রয়োজনে মেট্রোরেল স্টেশন পর্যন্ত বর্ধিতকরণ।​ কল সেন্টার, ডে-কেয়ার সেন্টার ও বিশেষজ্ঞ ফ্রি স্বাস্থ্য সেবা কনসালটেশন প্রদানের উদ্যোগ।​ কবরস্থান, খেলার মাঠ উন্নয়ন এবং সুইমিং পুল, হেলথ ক্লাব ইত্যাদি থেকে কেন্দ্রীয় ফান্ড তৈরির উদ্যোগ।​ ৭৯টি ভবনের নিয়মিত বিল্ডিং সেফটি অডিট চালু করা।​ রুয়াপ প্রকল্পকে দ্রুত সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা।​ মেট্রোরেল স্টেশন ও পঞ্চবটি থেকে রুয়াপে যাতায়াতের জন্য ভাড়ায় প্যাডেল রিক্সা সার্ভিস চালু।​ প্রশিক্ষিত কর্মীসহ স্মার্ট নিরাপত্তা টহল ও সকল সাধারণ স্থানে সিসিটিভি কভারেজ।​ ডিজিটাল ভিজিটরস ম্যানেজমেন্ট সিস্টেম ও সেন্ট্রাল মনিটরিং রুম স্থাপন।​ ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ।​ স্মার্ট ট্রাফিক ফ্লো প্ল্যান বাস্তবায়ন ও অতিথি যানবাহনের জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা।​আবাসিক ক্যাম্পাসে স্পিড লিমিট নিয়ন্ত্রণ ও শিশু-বৃদ্ধদের নিরাপত্তা নিশ্চিতকরণ।​ স্বচ্ছতা, সৌহার্দ্য ও ন্যায্যতা বজায় রাখা এবং চাঁদাবাজির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ।​ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফ্ল্যাট মালিকদের মতামত বা ভোটের মাধ্যমে গ্রহণ।​ নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু, যেখানে অনলাইনে বিল পরিশোধ, সার্ভিস রিকোয়েস্ট, যোগাযোগ তালিকা এবং জরুরি তথ্য থাকবে।​ স্বাস্থ্য সুরক্ষার জন্য ক্লিনিক স্থাপন, অ্যাম্বুলেন্স সুবিধা ও মেডিক্যাল টেস্টে বিশেষ ছাড়ের উদ্যোগ।​ নারীদের জন্য লেডিস ক্লাব ও প্রবীণদের জন্য ক্লাব তৈরি। ​রাজউক মডেল স্কুল-কলেজ স্থাপনের উদ্যোগ এবং সন্তানদের বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং-এ বিশেষ ছাড়ের সুযোগ।​ ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ ও রক্ষণাবেক্ষণ কর্মীদের দায়িত্ব ডিজিটাল সিস্টেমে রেকর্ড রাখার উদ্যোগের কথা বলেছেন।

​পরিষদটির স্লোগান হিসেবে উল্লেখ করেছেন “স্বপ্নের রুয়াপ-ই হবে আমাদের বাড়ি আমাদের ঘর”।

​অনুষ্ঠানটি লোকে লোকারণ্য ছিল এবং সংক্ষিপ্ত আপ্যায়নের মাধ্যমে এর সমাপ্তি হয়।