
বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় প্রবাসী ব্যবসায়ী মোঃ মিসবাহ উদ্দিনের স্ত্রী আয়শা বেগমের ওপর পুলিশের হামলা ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যরা দাবি করেছেন, ১৮ আগস্ট জকিগঞ্জ থানার ওসি মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে সাধারণ পোশাকধারী পুলিশ সদস্যরা মিসবাহ উদ্দিনের বাড়িতে হানা দেয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, পুলিশ সদস্যরা পুলিশ সংস্কার কমিশনে দেয়া তার অভিযোগ প্রত্যাহারের জন্য আয়শা বেগমকে চাপ দেয়। তিনি রাজি না হলে, তাকে নির্মমভাবে মারধর ও হুমকি দেওয়া হয়। হামলার সময় ঘরের আসবাবপত্র ভাঙচুরও করা হয়।
আয়শা বেগম গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রবাসী মিসবাহ উদ্দিন বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তিনি অভিযোগ করেছেন যে, বাংলাদেশে তার পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে।
স্থানীয় নারী অধিকার কর্মীরা ঘটনার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন এবং বলেছেন যে, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা একজন নারী নাগরিকের ওপর হামলা ন্যূনতম মানবাধিকারের চরম লঙ্ঘন।”
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মোঃ মোশাররফ হোসেনের মন্তব্যের জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।