
বরগুনা জেলার প্রবেশমুখে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি কক্সবাজার থেকে ইয়াবার চালানটি বহন করে বরগুনায় নিয়ে আসছিলেন বলে জানা গেছে।
আটক মাদক কারবারির নাম জাহাঙ্গীর হাওলাদার (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পদ্মা গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে বরগুনা জেলার প্রবেশমুখ বেতাগী উপজেলার চান্দখালী বাজার এলাকায় ডিবি পুলিশের একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। উপপরিদর্শক (এসআই) বিকাশ কর্মকার ও উপপরিদর্শক আবুল কালামের নেতৃত্বে মাদকবিরোধী ওই অভিযান পরিচালিত হয়।
রাত সাড়ে বারোটার দিকে শংকর মালির পানের দোকানের সামনে এক ব্যক্তির সন্দেহজনক আচরণ ডিবি পুলিশের নজরে আসে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার সঙ্গে থাকা একটি প্যাকেটের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে ইয়াবাগুলো জব্দ করে তাকে বেতাগী থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. একরাম হোসেন বলেন, ডিবি পুলিশের নিয়মিত তল্লাশি চেকপোস্টে ৫০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, কক্সবাজার থেকে ইয়াবা কিনে বরগুনায় নিয়ে যাচ্ছিল।
তিনি আরও জানান, আটক জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে বেতাগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বরগুনা জেলা প্রতিনিধি : জকিয়া সুলতানা 



















