
খাগড়াছড়ি জেলা সদরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মদীনাতুল উলুম মাদ্রাসায় দস্তারবন্দী ও এসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১২অক্টোবর) রবিবার সকাল ১১টায় মাদ্রাসার জামে মসজিদের দ্বিতীয় তলায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ মাহফিল শুরু হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ আরিফ সওদাগরের সভাপতিত্বে, মুফতি আব্দুল মান্নান ও মাওলানা আব্দুস সবরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম এর শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ।
অনুষ্ঠানের মাদ্রাসার পরিচালক মাওলানা দ্বীন ইসলাম, ইক্বরা মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা নূরুল কবির আরমান, নুনছড়ি জামে মসজিদের খতিব মাওলানা বশির উদ্দিন,হাসপাতাল গেইট জামে মসজিদের খতিব মাওলানা শফিউল্লাহ হাবিবি, ছোট মেরুং বাজার জামে মসজিদের খতিব মাওলানা হামিদ উল্লাহ নোমান, মোহাম্মদপুর জামে মসজিদে খতিব মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, মাদ্রাসা কমিটির সেক্রেটারি মোহাম্মদ নুরুল আলম, যুগ্ম সম্পাদক সম্পাদক মোস্তফা হায়দার, মোহাম্মদ ইসমাইল প্রমুখ আলোচনায় অংশ গ্রহণ করেন।
মাদ্রাসা থেকে সদ্য হিফজ সমাপ্তকারী ছাত্রদেরকে প্রধান অতিথি দস্তারবন্দী করে দেন। পরে ইসলাম,দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়।
.