
বান্দরবানের রুমা উপজেলায় এককালীন আর্থিক অনুদান বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রুমা সাঙ্গু সরকারি কলেজ অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়।
রুমা সাঙ্গু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছোলজার রহমানের সভাপতিত্বে এতে প্রধান ও বিশেষ অতিথিসহ অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন- মো. জসিম উদ্দিন, ইংরেজি বিভাগের প্রভাষক সুইপ্রুচিং মারমা, প্রভাষক নুখ্যাইচিং মারমা, প্রভাষক হারুনুর রশিদ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তা খেমাজন ত্রিপুরা।
সংশ্লিষ্টরা জানায়, ২০২৪-২৫ অর্থবছরে জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে দরিদ্র, দুঃস্থ, অসহায়দের চিকিৎসা ও শিক্ষা সহায়তার লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে এইসব অনুদান প্রদান করা হয়।
সভার এক পর্যায়ে ১০৬ জন শিক্ষার্থীর মধ্যে প্রতিজনকে দুই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা বলেন, এই ধরনের আর্থিক সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রেরণা যোগাবে।