
খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়ায় “হামরনাই বন্থা”-এর উদ্যোগে এসএসসি-২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ এবং দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর (শুক্রবার) সকালে ঠাকুরছড়াস্থ “জাগরণ পাঠাগার” হলরুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে “হামরনাই বন্থা”-এর সভাপতি মিলন ত্রিপুরার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় কার্বারী অরুণ বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা কার্বারী গৌরিমালা ত্রিপুরা, ইউপি সদস্য রাম কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য বিজয় রোয়াজা, চন্দনা ত্রিপুরা, “হামরনাই পন্থা”-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি দিগন্ত প্রসাদ ত্রিপুরা, সাবেক সভাপতি দেবাশীষ দোয়াজা, কলেজ প্রভাষক ও “জাগরণ পাঠাগার”-এর সভাপতি প্রজ্জ্বলময় রোয়াজা এবং ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রূপক ত্রিপুরা।
সভায় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জেনস ত্রিপুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও “প্রয়াস একাডেমি”-র পরিচালক উত্তম কুমার ত্রিপুরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রত্যাশা ত্রিপুরা এবং এশিয়ান উইমেন ইউনিভার্সিটির শিক্ষার্থী হেনা ত্রিপুরা। তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, নার্সিংসহ উচ্চশিক্ষার বিভিন্ন শাখায় ভর্তি ও প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সদ্য এমবিবিএস ডিগ্রিধারী ডা. সনজীব ত্রিপুরার পিতা কনক ব্রত ত্রিপুরা এবং জেনস ও প্রত্যাশা ত্রিপুরার পিতা মলয় বিকাশ ত্রিপুরা। তারা নিজেদের সন্তানদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে উপস্থিত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা একাদশ শ্রেণিতে উত্তীর্ণ ১১ জন শিক্ষার্থীকে নতুন পাঠ্যবই এবং কৃতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন খ্যাতনামা লেখকের বই তুলে দেন । পাশাপাশি অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের কাছে ভবিষ্যতে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।