
সারাদেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এখন টেলিভিশনের দুই সাংবাদিক হোসাইন জিয়াদ ও মো. পারভেজের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাঙামাটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ফোরাম, সাংবাদিক সমিতি, জার্নালিস্ট নেটওয়ার্কসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক। সঞ্চালনা করেন সাংবাদিক হেফাজত সবুজ।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি এসএম সামশুল আলম, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আরমান খান, জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা এবং নানিয়ারচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেরাব সুজন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে সাংবাদিকতা পেশা আজ চরমভাবে হুমকির মুখে পড়েছে। বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হত্যার ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। স্বাধীন সংবাদ প্রকাশের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি। বক্তারা অবিলম্বে চট্টগ্রামের দুই সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, “রাষ্ট্রের দায়িত্ব হলো সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু দুঃখজনকভাবে বারবার হামলার শিকার হলেও অনেক ক্ষেত্রেই বিচার মিলছে না। সরকারের উচিত সাংবাদিকদের সুরক্ষা ও ক্ষতিপূরণের বিষয়ে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া।”
মানববন্ধনে জেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন— “সাংবাদিকদের ওপর যে কোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে রাঙামাটির সাংবাদিক সমাজ সর্বদা সোচ্চার থাকবে।”
শেষে অংশগ্রহণকারীরা সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এক মিনিট নীরবতা পালন করেন এবং সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।