
ঢাকা জেলার আশুলিয়ায় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৯ অক্টোবর ২০২৫) সকাল ৬টা ৩০ মিনিটে আশুলিয়া থানার ঘোষবাগ পূর্বপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় এবং আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাননানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম ও যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘোষবাগ পূর্বপাড়ার জনৈক রিপন সিকদারের চারতলা বাড়ির রুম নং-১২৩ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে পুলিশ একটি কালো প্লাস্টিকের বক্সে রাখা একটি বন্দুকের ব্যারেল, দুইটি বন্দুকের বাট, একটি ক্লিনিং রড, বন্দুকের আটটি খোলা যন্ত্রাংশসহ তিনটি কাঠের বাটযুক্ত রামদা, একাধিক দেশীয় তৈরি চাইনিজ কুরাল, ছুরি, হাসুয়া, চাপাটি, লোহার পাইপ, গ্রীল কাটার যন্ত্র এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করে। এছাড়া, ঘটনাস্থল থেকে তিনটি স্মার্টফোনও জব্দ করা হয় — একটি Vivo, একটি Redmi, ও একটি Tecno Spark ব্র্যান্ডের।
গ্রেফতারকৃতরা আসামীরা হল, মোঃ সাজ্জাদ হোসেন বিশাল (২৬), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-মোসাঃ শাহিদা বেগম; স্থায়ী ঠিকানা: দহকুলা নওপাড়া, কুষ্টিয়া সদর। বর্তমানে ঘোষবাগ পূর্বপাড়ায় রিপন সিকদারের বাড়ির নিচতলার রুম নং-১২৩ এ ভাড়াটিয়া। মোঃ নাজমুল হোসেন (২৭), পিতা-রইচ উদ্দিন, মাতা-নাজমা বেগম; স্থায়ী ঠিকানা: তেলিপাড়া মহেন্দ্রনগর, লালমনিরহাট সদর। বর্তমানে একই ভবনের দ্বিতীয় তলার রুম নং-২০৭ এ ভাড়াটিয়া। মোঃ শিপন রহমান (২৭), পিতা-আহসান হাবিব, মাতা-নাজনীন নাহার; স্থায়ী ঠিকানা: বুইচিতলা মণ্ডলপাড়া, মহেশপুর, ঝিনাইদহ। বর্তমানে একই ভবনের দ্বিতীয় তলার রুম নং-২১৮ এ বসবাসরত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা নম্বর-৩০, তারিখ-০৯/১০/২৫, ধারা-১৯(এ), The Arms Act 1878 অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাননান জানান, “অপরাধ দমনে আশুলিয়া থানা সবসময় সতর্ক। অস্ত্রধারী বা অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
স্টাফ রিপোর্টার : মো: শিহাব উদ্দিন শেখ 



















