
ময়মনসিংহের ভালুকায় নিজের মামার বিরুদ্ধে অবৈধ পন্থায় গাড়ি ছিনিয়ে নেওয়ার হুমকি এবং মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভাগনে মো: মোফাজ্জল হোসেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার মো: মোফাজ্জল হোসেন জানান, ২০২৪ সালের ১২ জুন তিনি তার মামা শাহাবুদ্দিনকে অভিভাবক হিসেবে সঙ্গে নিয়ে কুড়িল বিশ্বরোডের ‘সিলেক্ট অটো’ শো-রুম থেকে একটি এক্স নোয়া গাড়ি কেনেন। তিনি পর্যায়ক্রমে শো-রুমে ২০ লক্ষ ৭০ হাজার টাকা জমা দেন। গাড়ি সম্পর্কে মোফাজ্জল হোসেনের ধারণা কম থাকায়, শো-রুম কর্তৃপক্ষ প্রথম মানি রিসিটে ভুলবশত মামা শাহাবুদ্দিনের নাম লিখে দেয়।
মোফাজ্জল হোসেনের অভিযোগ, মামা শাহাবুদ্দিন এই সুযোগের অসৎ ব্যবহার করে শুধু ওই মানি রিসিটের ওপর ভিত্তি করে পুরো গাড়িটি দাবি করে বসেছেন। শুধু তাই নয়, মামা বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছেন এবং বিভিন্নভাবে তাকে হুমকি-ধমকিও দিচ্ছেন। মোফাজ্জল হোসেন আরও জানান, ব্যাংক লোন সহ গাড়ির যাবতীয় কাগজপত্র তার নামেই করা হয়েছে।
স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) : রাজু আহমেদ 



















