
ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ৯ অক্টোবর (বুধবার) পাবনা সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন অংশে মোবাইল কোর্ট পরিচালনা করেন পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদ।
এ সময় জেলা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে ৬ জন জেলেকে আটক করে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে আটক জেলেদের কাছ থেকে আনুমানিক ৫০০ মিটার কারেন্ট জাল (মূল্য প্রায় ১ লক্ষ টাকা) জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করে স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে অংশ নেয় জেলা মৎস্য অফিসার জনাব দিপক কুমার পাল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ আব্দুল হালিম, ফার্ম ম্যানেজার, ড. মনা আশীষ চৌধুরি এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।
পাবনা প্রতিনিধি : ফজলুল কবির 



















