
মানিকগঞ্জের সিংগাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ফুটপাত দখল করে দোকান বসিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়। এদিন ব্যবসায়ী আফজালকে ২ হাজার, দুলালকে ২ হাজার, এবং কামরুল হাসানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া জহিরুল, ফজলুল হক, এবং মামুনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করে সিংগাইর থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন জানান, জনস্বার্থে ও শৃঙ্খলা বজায় রাখতে ফুটপাত দখলমুক্ত করার এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য, এটি ব্যক্তিগত ব্যবসার জন্য নয় এবং নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সিংগাইর পৌরসভাকে শৃঙ্খলাপূর্ণ ও নাগরিকবান্ধব পৌর শহর হিসেবে দেখতে চান।
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: 



















