প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৩:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৯:৩৭ পি.এম
এস এম জাহাঙ্গীরের লিফলেট বিতরণ : নিকুঞ্জে নেতাকর্মীর ঢল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 'রাষ্ট্র মেরামতের ৩১ দফা' কর্মসূচি জনসাধারণের মাঝে পৌঁছে দিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন আজ, ২৭ সেপ্টেম্বর বিকেলে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকায় লিফলেট বিতরণ করেছেন।
জনগণের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা তুলে ধরার অংশ হিসেবে তিনি স্থানীয় পথচারী ও সাধারণ মানুষের হাতে এই লিফলেট তুলে দেন। এ সময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
লিফলেট বিতরণকালে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সার্বিক রাজনৈতিক, প্রশাসনিক সংস্কার এবং মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এই ৩১ দফা ঘোষণা করেছেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে দেশে গণতন্ত্র, সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, এবং মানুষের অধিকার ফিরিয়ে এনে একটি অংশগ্রহণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।"
তিনি আরও বলেন, "জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং দেশকে বর্তমান সংকট থেকে মুক্ত করতে তারেক রহমানের এই ৩১ দফার বিকল্প নেই। আমরা এই কর্মসূচির বার্তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং তাদের সমর্থন আদায় করার চেষ্টা করছি।"
নেতাকর্মীরা জানান, সরকারের পদত্যাগের এক দফা দাবির পাশাপাশি তারেক রহমান ঘোষিত এই ৩১ দফার রূপরেখা মানুষের কাছে তুলে ধরে জনগণকে আরও বেশি সম্পৃক্ত করাই তাদের চলমান এই প্রচারণার উদ্দেশ্য।
বিএনপির এই উদ্যোগের মাধ্যমে দলটির নেতাকর্মীরা দেশব্যাপী তারেক রহমানের 'রাষ্ট্র মেরামতের রূপরেখা' সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা শুরু করেছে, আজকের এই লিফলেট বিতরণ তারই ধারাবাহিকতা।
Copyright © 2025 Nababani.com. All rights reserved.