সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে ৩০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার হলরুমে হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সিলেট -২ (বিশ্বনাথ-ওসমানী নগর) নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌরসভা জামায়াতের আমির এইচ এম আখতার ফারুক,নায়েবে আমির মাষ্টার ইমাদ উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান,পৌর জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান, দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সাদী,শিক্ষক আব্দুল মালিক,সমাজ সেবক জাহেদুর রহমান প্রমূখ।