বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, গোসাইবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে ৩নং ওয়ার্ডের কর্মী সম্মেলন গোসাইবাড়ী ইউনিয়ন শিমুল তলা অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে সংগঠনের ভিত্তি আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ শামিম আহমেদ (বি.এ অনার্স, এম.এ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ শাহাদত হোসেন (বি.এ অনার্স, এম.এ)।
গোসাইবাড়ী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন গোসাইবাড়ী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শামিম মিয়া।
বক্তব্যে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কৃষকদের অধিকার ও দাবী-দাওয়া নিয়ে আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কৃষকদল দেশের কৃষকদের প্রতিনিধিত্ব করে এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বদা কাজ করে যাবে। তারা আরও বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মী সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন গোসাইবাড়ী ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হামিদুল হক প্রাং, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তারাজুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আয়নাল হক।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, এই সম্মেলনের মাধ্যমে ৩নং ওয়ার্ডের কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং তারা আগামী দিনে সংগঠনের সকল কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।