বান্দরবানে চাক সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক ৩০০ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।
আজ (২৬ শুক্রবার) সকালে সাবেক এমপি সাচিং প্রু জেরীর বাসভবনে চাক সম্প্রদায়ের হেডম্যান,কারবারী,রোয়াজা ও তরুণ সমাজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাহ্ বাচিং চাক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। আরো উপস্থিত ছিলেন সহক্ষুদ্র ও কুটির বিষয়ক সম্পাদক জেলা যুবদল অংজাই উই চাক ,বান্দরবান সদর চাক সমাজ কমিটি সভাপতি বাহ্ মংবাছাই চাকসহ বান্দরবান জেলার চাক সম্প্রদায়ের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন,চাক সম্প্রদায়ের দীর্ঘদিনের বঞ্চনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ঘাটতি, পাহাড়ি অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রাজনৈতিক অধিকার সংরক্ষণ বিষয়ে খোলামেলা আলোচনা করেন। বক্তারা জোর দিয়ে বলেন—পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বের বিকল্প নেই।
সভায় বান্দরবান জেলার চাক সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন পাড়ার কারবারি, প্রবীণ নাগরিক, যুব সমাজের প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ, তরুণ-তরুণী উপস্থিত ছিলেন।