বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫ লামা উপজেলা সদরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর জনাব কাজী মোঃ ইব্রাহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি জনাব মোঃ সোয়াইব।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব ডাক্তার ফরিদুল আলম।
এছাড়া আরও বক্তব্য রাখেন,
জনাব জাকারিয়া হেলালি, সভাপতি ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াত
জনাব মোঃ আকবর, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন, লামা উপজেলা
জনাব মোঃ আলী নোমানী, সভাপতি বমু বিলছড়ি ইউনিয়ন জামায়াত
জনাব মুহাম্মদ সরওয়ার আলম, সহ-সভাপতি বমু বিলছড়ি ইউনিয়ন জামায়াত
জনাব মোঃ হাশেম, সভাপতি বাংলাদেশ ছাত্রশিবির, লামা উপজেলা।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়ন এখন সময়ের অনিবার্য দাবি। তারা আরও বলেন, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
সমাবেশের শুরুতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।