আর মাত্র কয়েক দিন, তারপরই শুরু হতে চলেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব । আর এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় পুরোহিগণ বলেছেন, ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখেই মহালয়ার আগমন ঘটেছে, যা পূজার আগমনী বার্তা ঘোষণা করে। এরই মাঝে বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ী মালিপাড়ায় এখন পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখের এই সময়ে মালিপাড়ার পূজামণ্ডপগুলোতে উৎসবের আমেজ স্পষ্ট। শিল্পীরা তাদের নিপুন হাতের ছোঁয়ায় শৈল্পিক কারুকাজে ইতিমধ্যেই প্রতিমা তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছেন। চলছে প্রতিমার চূড়ান্ত সজ্জা এবং মণ্ডপ সজ্জার কাজ। বিভিন্ন রঙের আলোকসজ্জায় সেজে উঠছে পুরো এলাকা।
গোসাই বাড়ী মালিপাড়ার পূজামণ্ডপের উদ্যোক্তারা জানিয়েছেন, মায়ের আগমনকে ঘিরে সবার মনেই আনন্দের ঢেউ। ছোট-বড় নির্বিশেষে সবাই মিলেমিশে কাজ করছেন। আশা করা হচ্ছে, বিগত বছরগুলোর মতো এবারও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এই এলাকার পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
এই সংবাদটি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর কোনো পরিবর্তন বা অতিরিক্ত তথ্য যুক্ত করার প্রয়োজন হলে জানাতে পারেন।