প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৩:০৭ পি.এম
কাশফুলে সাদা হয়ে উঠেছে সারিয়াকান্দি চরাঞ্চল, প্রকৃতির শোভায় মুগ্ধ জনপদ

বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলা চরাঞ্চল কাশফুলে সাদা হয়ে উঠেছে প্রকৃতির শোভায় মুগ্ধ জনপদ।
শরতের নীল আকাশ, সাদা মেঘ আর তার নিচে দিগন্তবিস্তৃত কাশফুল'এ যেন এক স্বপ্নলোকের দৃশ্য। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চল এখন শুভ্র কাশফুলে ঢেকে গেছে। বুয়াল, ভাংগারছেয়, চন্দনাইশ, বেতারভীটা সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে কাশফুলের স্নিগ্ধ সাদায় মোড়া প্রকৃতি মুগ্ধ করে দিচ্ছে পথচারী থেকে শুরু করে পর্যটকদের।
প্রতি বছর শরৎকাল এলেই যমুনার তীরে জন্ম নেয়া এসব কাশফুল নতুন করে প্রাণ এনে দেয় চরে। নদীর ধারে দাঁড়িয়ে দোল খায় সাদা কাশফুল, বাতাসে দুলে দুলে জানান দেয় ঋতুর আগমনবার্তা। সূর্য আলো ছড়িয়ে পড়তেই কাশফুলগুলো ঝলমল করে উঠে এক অপার্থিব সৌন্দর্যে।
বুয়াল বাসিন্দা সোবাহান শেখ বলেন, এই সময়টার জন্য আমরা অপেক্ষা করি। চারদিকে সাদা কাশফুল, হাওয়া আর পাখির ডাক—মনে হয় স্বর্গে আছি। অনেকে এখন ছবি তুলতে আসে, ঘুরতেও আসে।”
তরুণ-তরুণীদের মধ্যে কাশবনের পটভূমিতে ফটোশুটের যেন এক বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোও মানুষকে টেনে আনছে কাজিপুরের এসব চরে।
প্রকৃতি প্রেমী ও পরিবেশ সচেতন ব্যক্তিরা বলছেন, এসব চরাঞ্চলের কাশবন শুধু চোখের আরাম নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।
শুধু ফুল নয়, এই কাশবনকে ঘিরেই গড়ে উঠতে পারে নতুন ধরনের প্রাকৃতিক পর্যটন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উদ্যোগ নিলে শরৎকালের এই সৌন্দর্য হয়ে উঠতে পারে একটি অনন্য পর্যটন সম্পদ।
Copyright © 2025 Nababani.com. All rights reserved.