
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের টিম ১২-এর উদ্যোগে পাবনা জেলা ছাত্রদলের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়
আজ (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার পাবনা জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রাজিব আহমেদ, যুগ্ম-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল,
মোকছেদুল মোমিন মিথুন, যুগ্ম-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল,
মো: আমিনুল ইসলাম, সভাপতি, পাবনা জেলা ছাত্রদল
মো: কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক, পাবনা জেলা ছাত্রদল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রদল একটি শিক্ষা ও আন্দোলনমুখী সংগঠন। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা হবে। এ সময় পদপ্রত্যাশীদের যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের মান যাচাই করা হয়।
সাক্ষাৎকার শেষে অতিথিরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং ছাত্রদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে।