
বগুড়ায় ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কলেজ শাখার পাঠদানের অনুমোদন বাতিল এবং প্রতিষ্ঠানের সকল অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের সামনে অভিভাবক ও শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, পূর্ববর্তী ম্যানেজিং কমিটির কিছু নেতা শুধুমাত্র ব্যক্তিস্বার্থে ও নিয়োগ বাণিজ্যের উদ্দেশ্যে কলেজ শাখার অনুমোদন নিয়েছেন। অথচ স্কুল শাখার শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব, জায়গার সংকুলান, ছাত্রীদের জন্য কমন রুম না থাকা, বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরি চালু না থাকা, এমনকি মানসম্মত ক্যান্টিনও প্রতিষ্ঠানে নেই। ফলে শিক্ষার্থীরা বাইরের অস্বাস্থ্যকর খাবার খেয়ে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছে।
অভিভাবকরা আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের স্বল্প জায়গায় স্কুল শাখা চালাতেই হিমশিম খেতে হচ্ছে। এমন অবস্থায় ঘুষের বিনিময়ে কলেজ শাখার অনুমোদন আনা নীতিমালা বহির্ভূত ও শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। পাশাপাশি বিগত সরকারের আমলে স্কুলের জায়গায় মার্কেট নির্মাণ, কলেজ শাখায় নিয়োগ বাণিজ্যের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং উন্নয়নের নামে অর্থ আত্মসাতের অভিযোগও তারা তুলে ধরেন।
এ সময় সাধারণ শিক্ষার্থীরাও জানান, প্রতিদিন দুই শিফটে গাদাগাদি করে ক্লাস করতে হয়। তাদের ন্যূনতম সুযোগ-সুবিধা না মিটিয়েই কলেজ শাখা খোলা হয়েছে, যা শিক্ষার পরিবেশকে আরও সংকটময় করছে। তারা প্রতিষ্ঠানে একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।