চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে সরব হয়েছেন ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ, সত্যরাজ এবং চলচ্চিত্র নির্মাতা ভেত্রিমারন। সম্প্রতি চেন্নাইয়ে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও মিছিলে অংশ নিয়ে তারা এই মন্তব্য করেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবাদ সমাবেশে নিজের বক্তব্যে অভিনেতা প্রকাশ রাজ বলেন, “যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে রাজনীতি বলা হয়, তবে হ্যাঁ, এটিই রাজনীতি। আর আমরা এর বিরুদ্ধে কথা বলবই। যুদ্ধ একসময় শেষ হবে, নেতারা হয়তো একে অপরের সঙ্গে হাত মেলাবেন, কিন্তু কোথাও না কোথাও একজন মা তার ছেলের জন্য, একজন স্ত্রী তার স্বামীর জন্য এবং শিশুরা তাদের বাবার জন্য অপেক্ষা করে থাকবে। এটাই কঠিন বাস্তবতা।”
নরেন্দ্র মোদির নীরবতার সমালোচনা করে তিনি আরও বলেন, “বর্তমানে ফিলিস্তিনে যে অবিচার চলছে, তার জন্য শুধু ইসরায়েল বা আমেরিকা নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতাও সমানভাবে দায়ী।”
অভিনেতা সত্যরাজ গাজায় দখলদার ইসরায়েলের হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ আখ্যা দিয়ে বলেন, “গাজায় কীভাবে বোমা ফেলা হয়? মানবতা কোথায়? এমন নৃশংসতা করার পর এই মানুষগুলো কীভাবে শান্তিতে ঘুমায়?”
অন্যদিকে, চলচ্চিত্র নির্মাতা ভেত্রিমারন ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলাকে 'পরিকল্পিত হত্যাকাণ্ড' বলে উল্লেখ করেন। তিনি বলেন, “গাজায় শুধু আবাসিক এলাকা নয়, স্কুল এবং হাসপাতালেও বোমা ফেলা হচ্ছে।”