মানিকগঞ্জের সিংগাইরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার(২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবুল কাশেম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসান গোলাপ, পৌর সদস্য সচিব মাহবুবুর রহমান রিপনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সাংগঠনিক বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম জি মাসুম রাসেল।
এছাড়াও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদুল্লা চৌধুরী ফয়সাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি (মোস্তফা), জেলা আহ্বায়ক এড. জিএস জিন্নাহ খান, সদস্য সচিব রকিবুর রহমান রাকিব বক্তব্য রাখেন।
বক্তারা গত ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন, নির্যাতন তুলে ধরেন। আগামীতে স্বেচ্ছাসেবক দলকে আরো সুসংগঠিত করতে সকলে মিলে কাজ করবেন বলে জানান তারা।
এসময় কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজিব, জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, পৌর কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।