বান্দরবান রোয়াংছড়ি উপজেলার নাথিংঝিরি এলাকায় অমন্তসেন তঞ্চঙ্গ্যা নামের এক ব্যক্তির হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাজন্ত তঞ্চঙ্গ্যা।
রোয়াংছড়ি থানা সূত্র জানায়, ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছিল। অবশেষে, গোপন সংবাদের ভিত্তিতে রোয়াংছড়ি থানার একটি চৌকস দল রাজন্ত তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন্ত তঞ্চঙ্গ্যা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। পুলিশ এই হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য এবং এতে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।