নেয়া গাড়ীর ড্রাইভারকে হত্যার চেষ্টা করে ছিনতাইয়ের নাটক সাজাতে গিয়ে ফেঁসে গেলেন ব্যবসায়ী অভিযুক্ত ফরহাদ আহমদ।
সিলেটের বিশ্বনাথে মূল ঘটনা আড়াল করার জন্য ছিনতাই নাটক সাজাতে গিয়ে ফরহাদ আহমদ (২৫) নামের এক ব্যবসায়ী নিজেই ফেঁসে গেছেন। তিনি ওসমানীনগর উপজেলার বড় ধিরারাই গ্রামের সিতাব আলীর ছেলে ও বিশ্বনাথ পৌরসভার আল-হেরা শপিং সিটির হলিউড জেন্টস শপের মালিক। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফরহাদ আহমদসহ ৩ জনের নামে মামলা দায়ের করেছেন ওসমানীনগর উপজেলার বড় ধিরারাই গ্রামের নোয়া গাড়ির চালক শাকেল আহমদের পিতা মো. আমির আলী (৬০)। এই মামলা দায়েরের পরপরই বেরিয়ে আসে মূল ঘটনা। তিনি তাঁর ছেলে নোয়া গাড়ির চালক শাকেল আহমদের উপর হামলার অভিযোগে এই মামলা দায়ের করেন। মামলা নাম্বার ১০। মামলার উল্লেখিত অন্য আসামীরা হলেন ওসমানীনগর উপজেলার বড় ধিরারাই গ্রামের তজম্মুল আলীর ছেলে ফাহিম আহমদ (২২) ও সিতাব আলীর ছেলে ইজাদ আহমদ (২৭)। অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ৪/৫ জনকে।
এর আগে, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের সৈয়দপুর সদুরগাঁও গ্রামের রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে নোয়া গাড়ির চালক শাকেল আহমদকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেন ব্যবসায়ী ফরহাদ আহমদ। সেসময় তিনি অভিযোগে উল্লেখ করেন, ছিনতাইকারীরা মারধর করে তাঁর কাছ থেকে নগদ ২ লক্ষাধিক টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। এদিকে, আমির আলী তাঁর দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করেন, ফরহাদ আহমদদের সাথে আমাদের পূর্ববিরোধ চলে আসছে।
গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের সৈয়দপুর সদুরগাঁও গ্রামের রাস্তায় বরযাত্রী নিয়ে আসার জন্য গাড়ি নিয়ে প্রবেশ করেন শাকেল আহমদ। এ সময় পরিকল্পিতভাবে ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাঁর গাড়ির গতিরোধ করলে শাকেল সেটাকে সাইড দিতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা যাত্রী ফরহাদ আহমদ সাইড দেবে না বলেই শাকেলকে গালাগাল করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাহিম ও ইজাদ আহমদ তাকে টেনেহেঁচড়ে গাড়ি থেকে নামিয়ে আনলে ফরহাদ শাকেলকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় কোপ দেয়। একই সময়ে মৃত্যু নিশ্চিতের উদ্দেশ্যে ইজাদ আহমদ রামদা দিয়ে তাঁর মাথায় আরেকটি কোপ দেয়। আমার ছেলে রাস্তায় লুটিয়ে পড়লে ফাহিম লোহার রড দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় আসামীরা শাকেলের পকেটে থাকা ১ লক্ষ টাকা নিয়ে যায় এবং প্রকাশ্যে অস্ত্র উচিয়ে ‘মামলা করলে হত্যা করে লাশ গুম করে ফেলবে’ বলে হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয় অভিযুক্ত ফরহাদের সাথে যোগাযোগরে চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণে তৎপর রয়েছে।