মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় তার মাথায় মুকুট পরিয়ে দেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা এবং মডেল পিয়া জান্নাতুল।
২০২০ সালেও মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব জিতেছিলেন। কিন্তু সেবার বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে তিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। তবে এবার সেই সুযোগ এসেছে। আগামী নভেম্বর মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এই বিজয় মিথিলার জন্য একটি বিশেষ মুহূর্ত, কারণ এটি তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের দ্বিতীয় সুযোগ।
[caption id="attachment_21540" align="aligncenter" width="1600"] চিত্রঃ Miss Universe Bangladesh এর ভেরিফাইড ফেইসবুক পেজ থেকে সংগৃহীত।।[/caption]
বিজয়ী ঘোষণার পর আবেগাপ্লুত মিথিলা তার এই জয় নিজের মাকে উৎসর্গ করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি এবং অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও।” আন্তর্জাতিক প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, “আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস এবং সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব।” মিথিলার এই মন্তব্যে তার আত্মবিশ্বাস এবং দেশের প্রতি তার ভালোবাসার প্রতিফলন দেখা যায়।
তানজিয়া জামান মিথিলা শুধু একজন সফল মডেল ও অভিনেত্রীই নন, তিনি সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজের সঙ্গেও যুক্ত। তিনি বাল্যবিবাহবিরোধী প্রচারণায় সক্রিয় এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করার জন্য পরিচিত। তার এই সামাজিক দায়বদ্ধতা তাকে সৌন্দর্যের পাশাপাশি একটি ভিন্ন মাত্রা দিয়েছে, যা মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আদর্শের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটি, বিচারকমণ্ডলী এবং আয়োজক কমিটির সদস্যরা। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম এই খেতাব অর্জন করেছিলেন।
[caption id="attachment_21541" align="aligncenter" width="1600"] চিত্রঃ Miss Universe Bangladesh এর ভেরিফাইড ফেইসবুক পেজ থেকে সংগৃহীত.।[/caption]