পাবনা সদর উপজেলার শালগাড়িয়া (ভাঙ্গাকালিবাড়ি) এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মা ও মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত মা সুফিয়া খাতুন (৭০) ও মেয়ে বিউটি খাতুন (৫০) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শালগাড়িয়ার সুফিয়া খাতুনের বাড়িতে তার বড় ছেলে এমদাদুল হক, নাতি অন্তর ও হৃদয়সহ কয়েকজন ভাড়াটে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। বাড়ির দেয়াল ভাঙার চেষ্টা করা হলে বাধা দিতে গেলে হামলাকারীরা সুফিয়া খাতুন ও বিউটি খাতুনকে এলোপাথাড়ি মারধর করে। এতে সুফিয়া খাতুন অজ্ঞান হয়ে পড়েন।
পরিবারের অন্যান্য সদস্য এগিয়ে এলে তাদেরও পিটিয়ে জখম করা হয়। এতে বিউটি খাতুন, তার বোন পাপিয়া ও ভাতিজা পিয়াস আহত হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে অভিযুক্ত এমদাদুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি দাবি করেন, পুলিশ ও সাংবাদিক তার নিয়ন্ত্রণে রয়েছে এবং সংবাদ প্রকাশ না করার জন্যও হুঁশিয়ারি দেন।