সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী এক অভিযানে ১২ কেজি গাঁজাসহ চারজন নারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে সুনামগঞ্জ সার্কিট হাউসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ডিবি পুলিশের একটি দল সিলেট-সুনামগঞ্জ হাইওয়ের উপর অভিযান চালায়। এসময় চারজন নারী মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
রেখা আক্তার (২৩), স্বামী-জমির হোসেন, পিতা-আব্দুস শুকুর। মোছাঃ আকলিমা আক্তার (৩৫), স্বামী-মোঃ গিয়াস উদ্দিন, পিতা-মৃত তাজুল ইসলাম। মোছাঃ বেগম (৪০), স্বামী-মোঃ মনু মিয়া, পিতা-মৃত কাপ্তান মিয়া। মোছাঃ বিউটি আক্তার (২৫), স্বামী-শিপন মিয়া, পিতা-মনু মিয়া। তাদের সকলের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামে।
এসআই মোঃ সাব্বির আহসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, এএসআই দিবাস চন্দ্র দাস, নারী কনস্টেবল শেখ মাজেদা বিনতে রউফ, কনস্টেবল শামছুল হক, কনস্টেবল জাবরুল ইসলাম ও কনস্টেবল সোহান মিয়া অংশ নেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।