প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৭:৪৬ পি.এম
সৈয়দপুরে নেসকোর ২টি ট্রান্সফরমার সহ চো/রাই মালামাল উদ্ধার, আটক ১

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে এক গুদামঘর থেকে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) ২টি ট্রান্সফরমার সহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। এসময় গুদামঘরের মালিক আমিনুল ইসলাম (৫০) কে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আদানির মোড় সংলগ্ন বকসাপাড়ায় এ অভিযান চালানো হয়। আটক আমিনুল ইসলাম একই এলাকার মৃত সাহাজ উদ্দিন বোদার ছেলে। উদ্ধার হওয়া বৈদ্যুতিক মালামালের মূল্য আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদের নির্দেশে পুলিশের একটি দল গুদামঘরে অভিযান চালায়। এসময় কাগজপত্রবিহীন একটি ট্রাকে থাকা ২টি ট্রান্সফরমার এবং নেসকোর বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেসকোর সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী উজ্জ্বল আলী জানান, উদ্ধার হওয়া মালামালগুলো নেসকোর। প্রায় এক মাস আগে সেগুলো চুরি হয়েছিল এবং এ বিষয়ে অভিযোগও করা হয়েছিল।
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আ. ওয়াদুদ বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি ট্রান্সফরমার চোর চক্রের সক্রিয় সদস্যরা একটি ট্রাকে করে চুরি করা মালামাল আমিনুল হকের গুদামে সংরক্ষণের চেষ্টা করছে। তাৎক্ষণিক অভিযান চালালে কয়েকজন পালিয়ে গেলেও মূল হোতা আমিনুল হককে আটক করতে সক্ষম হই।”
ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
Copyright © 2025 Nababani.com. All rights reserved.