বগুড়া শহরের স্টেশন রোড এলাকার রেলওয়ে হরিজন কলোনিতে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
যৌথ বাহিনীর সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে রেলওয়ে হরিজন কলোনিতে অভিযান চালানো হয়। দীর্ঘ সময় ধরে এলাকায় মাদক বেচাকেনা চলছে এমন অভিযোগে তারা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন প্রকার মদ ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। স্থানীয়ভাবে এই কলোনিকে মাদক চক্রের অন্যতম আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
অভিযানের পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। যৌথ বাহিনীর এমন উদ্যোগে এলাকার পরিবেশ কিছুটা হলেও স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।