আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন-এর নীলফামারী জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (১৪/০৯/২০২৫) সংস্থার চেয়ারম্যান গোলাম মোস্তফা জেমস ও অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন শাওন স্বাক্ষরিত অনুমোদনপত্রে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটি অনুমোদনের মাধ্যমে নীলফামারী জেলায় মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনগত সহায়তা ও সমাজসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুমোদিত নীলফামারী জেলা কমিটির আংশিক তালিকা: সভাপতি – মোঃ আল আমিন ইসলাম, সিনিয়র সহ সভাপতি-১ – পুলক বিশ্বাস, সিনিয়র সহ সভাপতি-২ –মেনারুল ইসলাম,সিনিয়র সহ সভাপতি-৩ – মোঃ নুরুজ্জামান, সহ সভাপতি-১ – মোঃ আতিকুল ইসলাম, সহ সভাপতি-২ – মোঃ এনামুল হক, সহ সভাপতি-৩ – মোঃ সিহাব ইসলাম সহ সভাপতি-৪ – মোঃ ফায়সাল আহমেদ সাধারণ সম্পাদক – মোঃ ওমর ফারুক (সাবু), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-১ – মোঃ কামরুজ্জামান (কামরুল), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-২ – মোঃ রাকিব হোসাইন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-৩ – মোঃ মোনাবোরুল হক,সহ সাধারণ সম্পাদক – মোঃ আরব আলী, আইন বিষয়ক সম্পাদক-১ – এড. মনিরুজ্জামান (মারুফ),আইন বিষয়ক সম্পাদক-২ – এড. মোঃ মোজাহিদ ইসলাম শাহ্, আইন বিষয়ক সম্পাদক-৩ – এড. মোঃ আব্দুল বাতেন (শাহীন), সাংগঠনিক সম্পাদক-১ – মোঃ কাজী সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক-২ – মোঃ নুরুজ্জামান ইসলাম, সাংগঠনিক সম্পাদক-৩ – মোঃ রুকনুজ্জামান, প্রচার সম্পাদক – মোঃ মাহবুব ইসলাম,সহ প্রচার সম্পাদক – মোঃ লিমন ইসলাম,অর্থ সম্পাদক – মোঃ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক – মোঃ নাহিদ হাসান, মানবাধিকার বিষয়ক সম্পাদক – মোঃ আশরাফ আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক – মোঃ সামিনুর রহমান, কার্যনির্বাহী সদস্য – মোঃ জামিয়া রহমান প্রমুখ।
নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে সংস্থার কেন্দ্রীয় কমিটির নেতারা বলেন, “দুর্বার গতিতে এগিয়ে চলেছে আসক ফাউন্ডেশন। নীলফামারী জেলা কমিটি এই গতি আরও ত্বরান্বিত করবে।
”উল্লেখ্য, আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে মানবাধিকার, আইনগত সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।