গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বাসন থানায় নিজ কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে ও ভোটারের উপস্থিতিতে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ লিটন মিয়া, এডভোকেট আলতাব হোসেন সিরাজী, আহবায়ক কমিটির দায়িত্ব পালন করেন জনাব আলামিন দেওয়ান ও খসরু মৃধা, অবাধ সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে সকাল ৯ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক নববাণী পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব মেহেদী হাসান, মফস্বল সম্পাদক জনাব সোহেল মিয়া এবং এজেন্ট এর দায়িত্ব পালন করেন দৈনিক নববানী পত্রিকার স্টাফ রিপোর্টার সুমা আক্তার।
উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৫৩ জন। মোট ভোট কাস্ট হয়েছে ১৪৮। এতে ২৬ প্রার্থিতার মধ্যে মোট ২৮জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। সভাপতি পদপ্রার্থী হিসেবে ব্যালট নাম্বার ১ ও ২ এ দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে ব্যালট নাম্বার ৯ ও ১০ দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য পদে একজন করে পার্থি প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত সভাপতি পদপ্রার্থী হিসেবে ১ নং ব্যালটে জনাব সাইফুল ইসলাম মানিক পেয়েছেন ৩৮ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২ নং ব্যালটে জনাব আবুল কাশেম ১০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হন। ৯ নং ব্যালটের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন জনাব রফিকুল ইসলাম। ১০নং ব্যালটে নির্বাচন করেন জনাব সানাউল্লাহ নূরী। ৯ নং ব্যালটের জানাব রফিকুল ইসলাম মোট ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫৮ভোট। নির্বাহী সদস্য হয়েছেন জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন তিনি পয়েছেন ৯৪ টি ভোট আর জনাব হামিদ খান ৭৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সবাই সাংবাদিকদের পাশে থেকে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। সবশেষে বিজয়ীদের মালা দিয়ে বরণ করেন এবং মিলাদ এর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন।