কক্সবাজার শহরের উত্তরণ এলাকায় স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে জবাই করে হত্যা করা হয়েছে। পালিয়ে যাবার সময় স্থানীয়দের হাতে আটক হয় ঘাতক। শনিবার রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রঞ্জন চাকমা আর আটক ঘাতকের নাম বিরেল চাকমা৷ তাদের সকলের বাড়ি রাঙ্গামাটিতে।
স্থানীয়রা জানায়, বিরেল চাকমা কয়েকমাস ধরে কক্সবাজারের ঝিলংজার উত্তরণ আবাসিকের ভেতরে ভাড়া বাসায় বসবাস করে আসছে। আর নিহত রঞ্জন ও তার স্ত্রী রাঙ্গামাটি থেকে আনারস নিয়ে কক্সবাজারে আসে বিক্রির উদ্দেশ্যে। পরিচয়ের সুবাদে আশ্রয় নেন পরিচিত ঘাতক বিরেলের বাসায়।
স্থানীয়রা বলছেন, শনিবার রাতে সবাই একসাথে মদপান করছিলেন। এর ফাঁকে পাশের আরেক কক্ষে বিরেল রঞ্জনের স্ত্রীকে ধর্ষণ করতে গেলে স্ত্রী সেখান থেকে দৌঁড়ে স্বামী রঞ্জনকে বিষয়টি জানালে বাকবিতন্ডা হয় কিছু সময়। পরে রঞ্জন চাকমাকে ছুরি দিয়ে জবাই করে খুন করে ঘাতক বিরেল।
খুনের পর হত্যাকারী বিরেল পালাচ্ছিলো ব্যাগ নিয়ে, রক্তমাখা হাত দেখে কয়েকজন স্থানীয় তাকে আটকালে বাড়িতে গিয়ে দেখে জবাই করা রক্তা’ক্ত মরদেহ, তার পাশে অর্ধনগ্ন অবস্থায় বিলাপ করছেন স্ত্রী। পরে হত্যাকারী স্বীকার করে সেই খুন করেছে। এমনটিই জানিয়েছেন স্থানীয় এবং নিহতের স্ত্রী। পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘাতককে গ্রেফতার করে এবং মরদেহ মর্গে প্রেরণ করে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, ঘাতক থানা হাজতে আছে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। তিনি জানান, ঘাতক মদ্যপ ছিলেন। ধর্ষণের আলামত থাকায় নিহতের স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
একটি সূত্র বলছে, ঘাতক বিরেল চাকমা ও রঞ্জন চাকমা স্থানীয় সুপারির বাগানে চাকুরী করে, আবার আরেকটি সূত্র বলছে রঞ্জন চাকমা ও তার স্ত্রী রাঙ্গামাটি থেকে আনারস এনে কক্সবাজারে বিক্রি করে।
স্থানীয়রা বলছে স্ত্রীকে ধর্ষণ করতে গেলেই বাকবিতণ্ডা এবং রঞ্জন কে খুন করা হয়।