ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে নগরীর কোতোয়ালী থানাধীন আমলীতলা দিগারকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড নামীয় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবুল কালাম (৪১)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উত্তর গালাহার গ্রামের মৃত আব্দুল বেপারীর ছেলে এবং মা মোছাঃ হালিমা খাতুন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে আবুল কালাম বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। পরে দিগারকান্দা বাইপাস এলাকায় নির্দিষ্ট ইউনাইটেড পরিবহনের বাস থামিয়ে তল্লাশি চালানো হলে ৫ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আজগর আলী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।