
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় কার্জন হলের ভেতরে মারা গেছেন সাংবাদিক তরিকুল শিবলী (৪০)। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তাছাড়াও আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে লাইভে সংবাদ প্রচারের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মীরা জানান, কুমিল্লার বুড়িচংয়ের সন্তান তরিকুল শিবলী উত্তরার দিয়াবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি দুই মেয়ের জনক ছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
ঢাকা মহানগর উত্তর আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মন্ডল জানান তরিকুল ইসলাম শিবলী একজন দক্ষ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছিলেন,তাহার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। তিনি চ্যানেল এস এর রিপোর্টার ছিলেন আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সংবাদ সংগ্রহের সময় হটাৎ অসুস্থ হয়ে পড়েন । সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন । আসক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করি । সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ।























