
বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত মাধ্যমিক ও সমমানের মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের স্কাউটিং বিষয়ক মতবিনিময় সভা প্রায় ২৫০ জনের অংশগ্রহণে কক্সবাজার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কেন্দ্রীয় সদর দপ্তর এডক কমিটির সদস্য সচিব ও জুলাই ফাউন্ডেশনের সদস্য তারুণ্যের প্রতিক জুলাই২৪ যোদ্ধা মির মাহবুবুর রহমান স্নিগ্ধ।
তিনি বলেন বাংলাদেশ স্কাউটস জুলাই২৪ আন্দোলনে অংশ গ্রহণসহ বাংলাদেশ বির্নিমানে উল্লেখযোগ্য ভুমিকা পালন করেছে। তাঁর বড় ভাই মির মাহফুজুর রহমান মুগ্ধ সহ মোট ১০ জন স্কাউটস লিডার জুলাই২৪ আন্দোলনে শহীদ হন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ.কে.এম সামছু উদ্দিন আজাদ,সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম।
ফজলুল কাদের চৌধুরী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, ফারুক আহামদ আঞ্চলিক পরিচালক, শাহনেওয়াজ আলম মিন্টু পরিচালক,বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চল, এম এম সিরাজুল ইসলাম আঞ্চলিক উপ কমিশনার, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম ও মহাপরিচালক বায়তুশ শরফ কক্সবাজার, মোঃ গোলাম মোস্তফা মাধ্যমিক শিক্ষা অফিসার কক্সবাজার, মো: শাহীন মিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কক্সবাজার।তাছাড়া অংশগ্রহণকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারগণ মতবিনিময় সভার আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনছারুল করিম, সম্পাদক বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা।