ডাবল হালাল রেস্তোরাঁ, মেট্রো ম্যানিলা: গত ১ সেপ্টেম্বর, সোমবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফিলিপাইন শাখা এক আলোচনা সভার আয়োজন করে। মেট্রো ম্যানিলার তাপ অ্যাভিনিউ-এর ডাবল হালাল রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (মধ্যপ্রাচ্য), জনাব আহমেদ আলী মুকিব।
ফিলিপাইন বিএনপির সদস্য সচিব ও সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি, জনাব এস এ মাহমুদ হিমু সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জনাব মোতাছিম বিল্লাহ শরিফ এবং জনাব শাফিউল আজিম শাফি।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন ফিলিপাইন বিএনপির অন্যতম নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু সাঈদ ভূঁইয়া এবং ফিলিপাইন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব নূর মোহাম্মদ (আহমেদ)।
সভায় আরও উপস্থিত ছিলেন ফিলিপাইন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব রফিক শেখ, জনাব রয়্যাল খান, জনাব মামুনুর রশিদ খান, জনাব ওহিদুল ইসলাম ছানা, জনাব নাসির উদ্দিন নাসির এবং জনাব মন্টু সাহেবসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
বক্তারা বিএনপির ৪৭ বছরের রাজনৈতিক পথচলা, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি জনাব আহমেদ আলী মুকিব তার বক্তব্যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। তিনি প্রবাসে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত সদস্যরা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তাদের মতামত ব্যক্ত করেন এবং ভবিষ্যতে ফিলিপাইনে দলের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন।