বান্দারবানের লামায় ৩০ আগস্ট ২০২৫ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে নবনির্মিত টেবিল টেনিস একাডেমি ভবনের উদ্বোধন ও টেবিল টেনিস এক্সপ্যানশন ইনিশিয়েটিভ টিটিইআই প্রোগ্রামের কার্যক্রমের সূচনা হয়েছে।
প্রধান অতিথি ছিলেন জনাব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, চেয়ারম্যান অতিরিক্ত সচিব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ, সদস্য-সচিব পুলিশ সংস্কার কমিশন ও চেয়ারপার্সন, টিটিইআই প্রোগ্রাম।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান মোঃ সাইদুল হক সাদি, একাধিকবারের সাবেক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ এবং চেয়ারম্যান, ব্রাইট পাওয়ারটেক লিমিটেড।
বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, পরিচালক যুগ্মসচিব, প্রশাসন ও অডিট আইন, বিআরটিএ; ক্যাপ্টেন এ.এম. মাকসুদ আহমেদ সনেট, সাধারণ সম্পাদক, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ও পাইলট, বাংলাদেশ বিমান। এছাড়াও উপস্থিত ছিলেন মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপ-পরিচালক উপ-সচিব, প্রশাসন, বিআরটিএ; আল মারুফ এনায়েত হোসেন, উপদেষ্টা, টিটিইআই; বখতিয়ার মাহমুদ সোহেল, উপদেষ্টা, টিটিইআই; আলী ইকরাম সাকি, প্রথম ভাইস প্রেসিডেন্ট, ব্যাংক এশিয়া; শিহাব উদ্দিন খান, ডিরেক্টর, বিজ ডেভেলপমেন্ট, কসমিক কনসালটেন্সি; জাতীয় কোচ মোহাম্মদ আলী; চট্টগ্রামের স্বনামধন্য কোচ নোমান সুফিয়ান এবং আবেদ হোসেন ফারুক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শামীম আরারিনি, জেলা প্রশাসক বান্দরবান। প্রোগ্রাম বাস্তবায়নে সার্বক্ষণিক সমন্বয় করেন মোঃ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার লামা, জয়া দত্ত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বান্দরবান; রুবায়েত আহমেদ, সহকারী কমিশনার ভূমি লামা, এবং বিশেষ পরামর্শ প্রদান করেন মো. আমজাদ হোসেন, উপ-প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয় বান্দরবান।
প্রধান অতিথিও গেস্ট অব অনার ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহ দিতে একটি প্রদর্শনী ম্যাচ খেলেন। পরে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তারা শিক্ষার্থীদের আধুনিক ক্রীড়া সুবিধা কাজে লাগিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে টেবিল, ব্যাট, বল, জার্সি ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং জিমন্যাস্টিকস প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।