শ্রীপুর, গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং কাওরাইদ ইউনিয়ন ও শ্রীপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাওরাইদ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য মোঃ শাহাব উদ্দিন বিএসসি।
তিনি বলেন, ১ সেপ্টেম্বর বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও অনুপ্রেরণার একটি দিন। ১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বিএনপি প্রতিষ্ঠা করেন।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা:
শাহাব উদ্দিন বিএসসি বলেন যে, তৎকালীন বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। শহীদ জিয়াউর রহমান সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পথচলা শুরু হয়। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি’র অবদান: শাহাব উদ্দিন বিএসসি বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এই প্রিয় দল অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে।” তিনি বলেন, ৮০’র দশকে ৯ বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি’র আপোষহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সশ্রদ্ধ সালাম জানান।
তিনি আরও বলেন, ১৯৯১ সালে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর বিএনপি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে, যা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
ভবিষ্যৎ পথচলায় দৃঢ় প্রতিজ্ঞা:
শাহাব উদ্দিন বিএসসি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করে আসছে। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে, জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রেখে বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, এই বিশেষ দিনে আমরা দলীয় ঐক্য এবং শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি শ্রীপুর উপজেলা তথা কাওরাইদ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান এবং দল, দেশ ও দশের কল্যাণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে, তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।