
সিরাজগঞ্জের তাড়াশে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের খরখড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত আনছার আলীর দুই ছেলে মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলমের বসতঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় ঘরে থাকা নগদ টাকা, গহনা, আসবাবপত্র, দলিলপত্র ও টিনের চালাসহ সবকিছুই ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ড থেকে প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যরা শিশু সন্তানদের নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. আবু জাফর বলেন, “আগুন লেগে মুহূর্তেই সবকিছু ছাই হয়ে গেছে। আমার ও ভাইয়ের সব সম্পদ শেষ হয়ে গেছে। আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
তাড়াশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুহাম্মদ মুঞ্জুরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তিনি আরও বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এরই মধ্যে ঘরের আসবাবপত্রসহ বেশিরভাগ মালামাল পুড়ে গেছে। কিছু জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি।”
