

কক্সবাজরের চকরিয়া থানা হেফাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দূর্জয় চৌধুরী (২৭) নামের এক যুবক।
২১ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে (গতরাতে) এ ঘটনা ঘটে।
নিহত দুর্জয় চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা এবং চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে এই আত্মহত্যার কারণ জানায়নি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, দূর্জয় চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ বা চেক জালিয়াতির অভিযোগে তার স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ধারণা করা হচ্ছে, এই অভিযোগের জের ধরেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
আজ (শুক্রবার) সকালে দূর্জয় চৌধুরীর মরদেহ চকরিয়া থানা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।