
নগরকান্দায় ইউপি সদস্য গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ফেসবুকে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছেন। শুক্রবার সকাল ১১টার দিকে রামনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের অভিযোগ, নরসিংহপুর গ্রামের মোসলেম মিয়ার স্ত্রী ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিজেকে “পুরুষ শাসিত সমাজের সমাজপতি” আখ্যা দিয়ে ইউপি সদস্য গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।
প্রতিবাদ সমাবেশে গিয়াস উদ্দিন বলেন, “কিছু কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সম্প্রতি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে আমাকে জড়িয়ে অপমানিত করার ষড়যন্ত্র চলছে।”
রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মণ্ডল গিয়াস উদ্দিনের সততা ও নিষ্ঠার স্বপক্ষে সাক্ষ্য দিয়ে বলেন, “গিয়াস মেম্বার একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি। তার বিরুদ্ধে প্রচারিত অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।”
সমাবেশে এলাকাবাসী অপপ্রচারকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
শেখ হাচান, স্টাফ রিপোর্টার: 



















