
উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ১৫ নম্বর সেক্টরে ১ ও ৪ নং এভিনিউ এর সংযোগস্থলে সেনটন টাওয়ার ফুট কোড বউ বাজারে এক বিশাল আনন্দঘন পরিবেশে বাবা মাহফুজুর রহমান রুহান ও মা ফারহানা খানের একমাত্র কন্যা ফারিস্তা রহমান রুশার প্রথম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
জন্মবার্ষিকী অনুষ্ঠানে দাদা মাহবুবুর রহমান দাদী রুনু আক্তার সহ পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন ও সামাজিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিল।
এ সময় ফারিস্তা রহমান রুসার সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।
ফারিস্তা রহমান রুসা ১৬ই জুলাই ২০২৪ মঙ্গলবার লুবানা জেনারেল হসপিটাল ঢাকায় জন্মগ্রহন করেন।