
আগামী ২৫ জুন বগুড়া জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ও বিভিন্ন কলেজ কমিটির পরিচিতি সভা সফল করা লক্ষ্যে বগুড়ার ধুনটে ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় ধুনট উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, পৌর যুবদলের আহ্বায়ক আবু তালহা শামীম খান, যুবদল নেতা সাইদুজ্জামান নোমান।
ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব ও আলম হাসানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সম্রাট, সাংকৃতিক বিষয় সম্পাদক আব্দুল ওহাব, ছাত্রদল নেতা মিশুক বাবু সম্রাট , একে মিনু, আশিকুর কবির স্বরণ, শাহাদত হোসেন, রবিউল ইসলাম রতন, জিয়া, মোহাম্মদ বিপ্লব, আল মামুন, বদিউজ্জামান তমাল, হাসান মাহমুদ অপুর্ব, আসাদুল ইসলাম, আরিফুল ইসলাম, ওমর ফারুক, শেখ সাগর, শেখ জাকারিয়া, পারভেছ, আমিনুল ইসলাম মিশন, সোহাগ বাবু, মিথন, ধুনট সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, গোসাইবাড়ি কলেজ ছাত্রদলের সভাপতি নিলয় সাগর, সাধারণ সম্পাদক তারেক রহমান, জালশুকা ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।