
ইসরাইলের সেনাবাহিনী মঙ্গলবার ভোরে ইরান থেকে উক্ষেপণ করা নতুন ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে বলে সতর্ক করার পর দ্রুত অপর এক সতর্কতা জারি করে তা প্রত্যাহার করে নিয়েছে। এতে বলা হয় যে জনগণের আর আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই।
ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে বলেছে, ‘এখন ইসরাইলের উত্তরের সুরক্ষিত স্থান ত্যাগ করার অনুমতি দেওয়া হয়েছে।’ জেরুজালেম থেকে এএফপি এ তথ্য জানায়।
ইতোপূর্বে এ সতর্কতায় বলা হয়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের উত্তর দিকে ধেয়ে আসছে এবং বলেছে যে তারা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।
ইসরাইল ও ইরান মঙ্গলবার পঞ্চম দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে করে সংঘাত আরো বেড়ে যাওয়ার বা সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা আরো বেড়েছে।
কয়েক দশকের শত্রুতা ও দীর্ঘস্থায়ী ছায়া যুদ্ধের পর, ইসরাইল গত সপ্তাহে ইরানের বিভিন্ন স্থানে আকস্মিক বিমান হামলা চালিয়েছে এবং বলেছে যে এই হামলার লক্ষ্য ছিল তার চিরশত্রুকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের এই অভিযোগ অস্বীকার করেছে।
ইরানি কর্তৃপক্ষের মতে, ইসরাইলের হামলায় শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতে, ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরাইলে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে।
সূত্রঃ বাসস