ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রামগঞ্জ সোনাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আলী ষ্টোর  পুড়ে ছাই, প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সোনাপুর কাঁচাবাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ‘আলী স্টোর’ নামের একটি মুদি দোকান ও গোডাউন।
এতে প্রায় ২৫ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক আলী হোসেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৬জুন) সকাল সাড়ে ৭টার দিকে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে, রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানের মালিক আলী হোসেন জানান, “২০০০ সালে সোনাপুর কাঁচাবাজারের পাশে আমি ‘আলী স্টোর’ নামে দোকান চালু করি। দীর্ঘ ২৫ বছর ধরে ব্যবসা করে যা কিছু অর্জন করেছি, এক রাতেই সব শেষ হয়ে গেল। এখন আমি নিঃস্ব। তার ওপর মাথায় ঋণের বোঝাও রয়েছে।”
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার। তিনি দোকান মালিকের ক্ষতির কথা শুনে দুঃখ প্রকাশ করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
রামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে সহযোগিতা।
সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিএনপি নেতা গিয়াস উদ্দিন পলাশ, মিজানুর রহমানসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলী হোসেনকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
স্থানীয়রা আশা করছেন, অন্যান্য রাজনৈতিক দল এবং সমাজের বিত্তবান মানুষরাও মানবিক দৃষ্টিকোণ থেকে আলী হোসেন ও তার ভাই আমীর হোসেনের পাশে দাঁড়াবেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

উত্তরখানে বিএনপির পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন এস এম জাহাঙ্গীর

রামগঞ্জ সোনাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আলী ষ্টোর  পুড়ে ছাই, প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

আপডেট সময় ১১:৫৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সোনাপুর কাঁচাবাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ‘আলী স্টোর’ নামের একটি মুদি দোকান ও গোডাউন।
এতে প্রায় ২৫ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক আলী হোসেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৬জুন) সকাল সাড়ে ৭টার দিকে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে, রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানের মালিক আলী হোসেন জানান, “২০০০ সালে সোনাপুর কাঁচাবাজারের পাশে আমি ‘আলী স্টোর’ নামে দোকান চালু করি। দীর্ঘ ২৫ বছর ধরে ব্যবসা করে যা কিছু অর্জন করেছি, এক রাতেই সব শেষ হয়ে গেল। এখন আমি নিঃস্ব। তার ওপর মাথায় ঋণের বোঝাও রয়েছে।”
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার। তিনি দোকান মালিকের ক্ষতির কথা শুনে দুঃখ প্রকাশ করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
রামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে সহযোগিতা।
সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিএনপি নেতা গিয়াস উদ্দিন পলাশ, মিজানুর রহমানসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলী হোসেনকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
স্থানীয়রা আশা করছেন, অন্যান্য রাজনৈতিক দল এবং সমাজের বিত্তবান মানুষরাও মানবিক দৃষ্টিকোণ থেকে আলী হোসেন ও তার ভাই আমীর হোসেনের পাশে দাঁড়াবেন।