
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
সোমবার (১৬জুন) সকাল সারে ১০টা-১টা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাহিরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বেসরকারি কলেজের বি.এড ডিগ্রিধারী শিক্ষকরা উচ্চতর বেতন গ্রেডের দাবিতে এই মানববন্ধন পালন করেন। পরবর্তীতে মানববন্ধনের একটি প্রতিনিধি দল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নুরুল ইসলাম ও ভিসি ড. এ.এস.এম আমানুল্লা’র সাথে সাক্ষাৎকারে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন এ বিষয়টি মাউশির ডিজি মহোদয়ের এখতিয়ার।
তবে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে মাউশির ডিজির সাথে টেলিফোনে যোগাযোগ করলে মাউশির ডিজি ভিসি আমানুল্লাকে বি.এড শিক্ষকদের হালনাগাদ তথ্যের চিঠি প্রেরণ করতে বলেন বলে জানান শিক্ষকরা। চিঠির পরিপ্রেক্ষিতে তিনি যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানা গেছে। আলোচনা সাপেক্ষে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র সহযোগিতা কামনা করে মানববন্ধন প্রত্যাহার করেন। তবে তাদের দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে বলে জানান শিক্ষকরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকটর আতাউর রহমান মুঠো ফোনে বলেন, শিক্ষকদের দাবির বিষয়টি মাওসির ব্যপার, তবে প্রো-ভিসি মহোদ্বয়ের সাথে শিক্ষকদের প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়েছে। এ বিষয়ে শিক্ষকদের ব্যখ্যাও দেয়া হয়েছে। বিষয়টি সমাধানে জাতীয় বিশ্ববিদ্যালয় মাওসিকে চিঠি দিবেন বলেও শিক্ষকরা আশ্বাস পেয়ে মানববন্ধনের ইতি টানেন বলেও জানান প্রকটর আতাউর রহমান।
উল্লেখ্য, সমগ্র বাংলাদেশের মোট ৭৬ টি বেসরকারি বি.এড কলেজের মধ্যে ২৩টি কলেজের শিক্ষকরা সুযোগ সুবিধা পাচ্ছেন। কিন্তু বাকি শিক্ষকরা উক্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পূর্বে সকলে এই সুবিধা ভোগ করলেও গত জানুয়ারি ২০২৫ তারিখে এক প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় তাদের উক্ত সুবিধা বন্ধ করে দেয়।