ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ধুনটে দিনমজুরের সম্পত্তি জোরপূর্বক জবর দখলের চেষ্টার অভিযোগ

বগুড়া ধুনট উপজেলার বিলচাড়ী গ্রামের মাফুজার রহমান (৬০) নামে এক দিনমজুরের ত্রুয়কৃত সম্পত্তি জোরপূর্বক জবর দখল ও পায়তারার অভিযোগ পাওয়া গেছে। গত ১০ই জুন সকাল অনুমান ১১টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের এ ঘটনা ঘটে।   ভুক্তভোগী দিনমজুর মাফুজার রহমান সোমবার (১৬ই জুন) দুপুরে ধুনট থানায় শাজাহান আলীসহ ৫ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  বিবাদীরা হলেন, বিলচাপড়ী গ্রামের মৃত মমতাজুল রহমান শাহর ছেলে শাজাহান আলী (৬০), শাজাহান আলীর স্ত্রী কোহিনুর খাতুন (৫৫), ছেলে করিম (৩৫), কালাম (৩০),  মৃত মমতাজুর রহমান এর ছেলে মোতাব্বর (৪৮), তার স্ত্রী শিল্পী খাতুন (৪৩)। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা এলাঙ্গী মৌজা, জে,এল, ৩৮, এস এ ২০৭, জিপি ১০১৩,৯১৯ দাগ নং ১০০১/৮১৮ বাড়ী ২২ শতক ১০০৪/৮৩৮  বাড়ী ১৮ শতক সর্বমোট ৪০ শতকের কাতে ১৯ শতক নিজ নামীয় ত্রুয়কৃত সম্পত্তি মাফুজার রহমান বসতবাড়ী নির্মাণ করে দীর্ঘদিন যাবত ভোগদখল করিয়া আসিতেছে। জমি জমা ও পূর্ব শত্রুতার যের ধরে বিবাদী শাজাহান আলী ও তার লোকজন নিয়ে গত ১০ই জুন ২৫ইং তারিখ সকালে পূর্ব পরিকল্পিতভাবে হাতে লাঠিসোটা নিয়ে দিনমজুর মাফুজার রহমান বসত বাড়িতে অনধিকার ভাবে প্রবেশ করে তার বাড়ির সম্পত্তি দখল করার চেষ্টা করে তখন মাফুজার রহমান নিষেধ করলে বিবাদীগণ মাফুজার রহমান ও তার ছোট ভাই মামুনুর রশিদ কে মারধর করার জন্য চেষ্টা করে এবং জমি জবর দখল চেষ্টা করে ও বিভিন্ন  ভাবে ভয়ভীতি প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, দিনমজুর মাফুজার রহমানের একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

উত্তরখানে বিএনপির পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন এস এম জাহাঙ্গীর

ধুনটে দিনমজুরের সম্পত্তি জোরপূর্বক জবর দখলের চেষ্টার অভিযোগ

আপডেট সময় ০৪:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

বগুড়া ধুনট উপজেলার বিলচাড়ী গ্রামের মাফুজার রহমান (৬০) নামে এক দিনমজুরের ত্রুয়কৃত সম্পত্তি জোরপূর্বক জবর দখল ও পায়তারার অভিযোগ পাওয়া গেছে। গত ১০ই জুন সকাল অনুমান ১১টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের এ ঘটনা ঘটে।   ভুক্তভোগী দিনমজুর মাফুজার রহমান সোমবার (১৬ই জুন) দুপুরে ধুনট থানায় শাজাহান আলীসহ ৫ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  বিবাদীরা হলেন, বিলচাপড়ী গ্রামের মৃত মমতাজুল রহমান শাহর ছেলে শাজাহান আলী (৬০), শাজাহান আলীর স্ত্রী কোহিনুর খাতুন (৫৫), ছেলে করিম (৩৫), কালাম (৩০),  মৃত মমতাজুর রহমান এর ছেলে মোতাব্বর (৪৮), তার স্ত্রী শিল্পী খাতুন (৪৩)। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা এলাঙ্গী মৌজা, জে,এল, ৩৮, এস এ ২০৭, জিপি ১০১৩,৯১৯ দাগ নং ১০০১/৮১৮ বাড়ী ২২ শতক ১০০৪/৮৩৮  বাড়ী ১৮ শতক সর্বমোট ৪০ শতকের কাতে ১৯ শতক নিজ নামীয় ত্রুয়কৃত সম্পত্তি মাফুজার রহমান বসতবাড়ী নির্মাণ করে দীর্ঘদিন যাবত ভোগদখল করিয়া আসিতেছে। জমি জমা ও পূর্ব শত্রুতার যের ধরে বিবাদী শাজাহান আলী ও তার লোকজন নিয়ে গত ১০ই জুন ২৫ইং তারিখ সকালে পূর্ব পরিকল্পিতভাবে হাতে লাঠিসোটা নিয়ে দিনমজুর মাফুজার রহমান বসত বাড়িতে অনধিকার ভাবে প্রবেশ করে তার বাড়ির সম্পত্তি দখল করার চেষ্টা করে তখন মাফুজার রহমান নিষেধ করলে বিবাদীগণ মাফুজার রহমান ও তার ছোট ভাই মামুনুর রশিদ কে মারধর করার জন্য চেষ্টা করে এবং জমি জবর দখল চেষ্টা করে ও বিভিন্ন  ভাবে ভয়ভীতি প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, দিনমজুর মাফুজার রহমানের একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।