
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার এলাকা থেকে ৬ জন ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) পূবাইল থানা পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতরা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা, এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তারা পুলিশের পোশাক পরিধান করে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতো।
এ ঘটনায় পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া, তাদের সহযোগীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকতে এবং অপরিচিত কাউকে পুলিশ পরিচয়ে দেখলে তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন করে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।